গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের ইন্দুরকানী বাজারের একটি মোবাইল দোকানে চুরি করা মোবাইল ফোন বিক্রি করার সময় জনতার হাতে আটক হয় রিয়াজ(২০) নামের এক যুবক। পরে মোবাইলের মালিক মোঃ শাহাজাহানকে ফোন করে আনা হয়।
মোবাইলের মালিক মোঃ শাহাজাহান বলেন, আমার আবাসিক হোটেলে ওই যুবক সহ ৩ জন ভাড়া থাকতো। ইংরেজি ২৮.০২.২০২২ তারিখ সকালে আমার রুম থেকে ভিভো ব্রান্ডের একটি দামি মোবাইল ফোন চুরি হয়। পরে ইন্দুরকানীর রাজু নামের এক লোক আমাকে ফোন করে তা জানান। পরে ঘটনাস্থলে এসে চোর সনাক্ত করি। মোবাইলের মালিক আরও বলেন তার মোবাইলে গুরুতপূর্ন অনেক তথ্য ও নাম্বার ছিলো।
আটককৃত চোর রিয়াজ সত্যতা শিকার করে । আটক যুবক বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মাশুনিস এলাকার মৃত্যু মন্নান এর ছেলে।
জনতার হাতে আটক মোবাইল চোর রিয়াজকে ইন্দুরকানী থানা পুলিশের হাতে সোপর্দ করে ইন্দুরকানী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক জানান, আটক যুবক পেশাদার চোর, তার নামে মামলা হয়েছে।