বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কাশিমপুর ১ নং ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টিকারিদের দৃষ্টান্ত মূলুক শাস্তির দাবিতে মানববন্ধন কালিগঞ্জে গণসচেতনতা সৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধে পদযাত্রা,রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অবৈধযান চলাচলে নিষেধাজ্ঞা নকলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান উম্মুক্ত বাজেট ঘোষণা ২০২৩-২৪ অর্থ বছরের ড. ইউনূস কে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা পরিশোধ করতে হবে। বেজায় চটেছেন পরীমণি ঢাকা -১৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী হতে চান জননেতা-দয়াল কুমার বড়ুয়া
শ্যামনগরে বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন পরিষদ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্যামনগরে বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন পরিষদ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় ফ্লাড লাইটের মাধ্যমে নকিপুর ক্রিকেট জয়েন্ট’স এর আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নকিপুর জমিদার বাড়ি ক্রিকেট মাঠে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন কমিটির আহ্বায়ক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস, এ, জগলুল হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু,সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম সায়েদ-বীন-হায়দার রাজীব সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে শ্যামনগর নকিপুর জমিদারবাড়ির ক্রিকেট মাঠ সাবেক এবং বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের এক মিলনমেলায় পরিণত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ বনাম আটুলিয়া ইউনিয়ন পরিষদ মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১০ ওভারে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ও আটুলিয়া ইউনিয়ন পরিষদ ক্রিকেট দল রান ৫ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে । টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ ক্রিকেট দল ২৮ রানে আটুলিয়া ইউনিয়ন পরিষদ ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন টিম শ্যামনগরের রাজু। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন টিম শ্যামনগরের সোহাগ।

চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকার চেক ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি দেওয়া হয়।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন অ্যাম্পিয়ার আব্দুল্লাহ আল মামুন ও নুর হোসেন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com