হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র্্যালী, কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০ টায় ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্্যালী বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে অফিসের সামনে এসে শেষ হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের সভাকক্ষে ইফা কালিগঞ্জের ফিল্ড সুপার ভইজার আবু ইউসুফ এর সভাপতিত্বে ও ইফা’র উপজেলা শাখার সাধারণ কেয়ার টেকার আশরাফ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কমিশনার ( ভুমি) রোকনুজ্জামান বাপ্পী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, ইফা’র মডেল কেয়ারটেকার নুরুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভাশেষে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ঈমাম সমিতির উটজেলা সভাপতি হাফেজ আব্দুল গফুর।