প্রকৃতির ভাষা
লেখক : ব্রজেন দাশ
একলা একাকিত্বে নিরবে বসে,
বুঝেছিলাম আমি প্রকৃতির ভাষা।
মনের ক্যানভাসে এঁকেছি প্রকৃতির রূপ,
তারই মঝে হারিয়ে যেয়ে উত্তর খুঁজেছি খুব।
মহান হয়েও বৃক্ষের নিরবতা,
তবে এটাই কি তার ব্যার্থতা।
মানুষকে দেখিয়েছে প্রাণী,
কিভাবে ভুলতে হয় হানাহানি।
তবুও মানুষ হত্যা করছে তুচ্ছ করে তাদের প্রাণখানী।
নিজের বিবেকে নিজেই ভাবো এবার।
যারা চালনা করছে মোদের প্রাণ,
তাদেরকে কি করা উচিত এভাবে অপমান?
বলছি, হে শোন সচেতন নাগরিক।
করোনা প্রকৃতির ক্ষয়,
প্রকৃতিকে রক্ষা করো যাহাতে পৃথিবী সুন্দর হয়।