মাজহারুল রাসেল : পবিত্র রমজান মাসে ইফতারীতে কলা আলাদা একটি মাত্রা যোগ করে। আর সেই কলার দাম বর্তমানে দ্বিগুনে পরিণত হয়েছে। যাতে করে রোজাদারেরা কলার দাম নিয়ে বিপাকে পড়েন।
বাজারে কলা ব্যাপক থাকলেও দাম অনেক চড়া। রোজাদারেরা খেতে চাইলেও খেতে পারছেনা দামের কারনে। অন্য সময়ে কলার দাম স্বাভাবিক থাকলেও রমজানের সময় অধিক মুনাফা লাভের আশায় এসব কলা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তুলেন ক্রেতারা।
দেখা যায়,সোনারগাঁ উপজেলার বিভিন্ন বাজারে প্রকার ভেদে কলা বিক্রি হচ্ছে চড়া দামে। যা ক্রেতা সাধারনের ক্ষয় ক্ষমতার নাগালের বাইরে। উত্তরবঙ্গ থেকে আসা স্বাদের বড় সাগর কলা বাজারে বিক্রি হচ্ছে হালি ৬০ টাকা। আবার কেউ আরও বেশি টাকায়ও বিক্রি করছে। চাপা কলার কুড়ি ১০০ থেকে ১২০ টাকার উপরে,কবরী কলা ২৫০ থেকে ৩০০ টাকা কুড়ি হিসেবে বিক্রি করছেন উপজেলার স্থানীয় বাজারগুলোতে।
রমজান মাসে আকাশছোঁয়া দামে কলা কিনতে পারছেনা খেটে খাওয়া দিনমজুর লোকজন। সেই স্বাদের কলা খাওয়ার শখ থাকলেও মিটাতে পারছেনা তারা।
কয়েক ক্রেতা জানান, সোনারগাঁয়ে বাজারের প্রায় দোকানে সুযোগ বুঝে চড়া দামে বিক্রি করে যাচ্ছে কলা। তদন্ত পূর্বক সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় ক্রেতারা।
তারা বলেন, কলার এতো দাম হওয়ার কথা নয়। অন্য সময়ে কমদামে কলা বেচাকেনা হলেও কিন্তু রমজানের সময় কলার দাম বেশির বিষয়টি আসলে বুঝতে পারছি না।