হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানায় মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় কালিগঞ্জ থানায়ও ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছুসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যমে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের জেহের আলী মোড়ল এর পুত্র শাকের আলী ও ভাড়াশিমলা ইউনিয়নের ভুমিহীন কাঞ্চন বিবি কে গৃহ নির্মানের যায়গা বরাদ্ধ দেওয়ার ব্যবস্থা করা হয়।