মোঃ ছাবির উদ্দিন রাজুঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ১৯০ বোতল ফেন্সিডিল ও ৫৫.৫ কেজি গাঁজা‘সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
২২ এপ্রিল ২০২২ ইং তারিখ রাত আনুমানিক ২১.৫০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রমজান মিয়া(২৫), পিতা- আব্দুল গফুর, সাং-খড়িয়ালা, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল হতে ১৯০ বোতল ফেন্সিডিল,৫.৫০০ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ১,০০০/-টাকা, ০১টি পিকআপ‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। অদ্য ২৩ এপ্রিল ২০২২ ইং তারিখ সকাল আনুমানিক ০৯.১৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে গোলচত্ত¡র যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বিজয় ইসলাম (১৯), পিতা- আবুল কাশেম , সাং-আশাবাড়ী, থানা- ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা, নির্মল দাস(৩৫), পিতা- মৃত নেপাল দাস, সাং- আমোদাবাদ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, মোঃ রফিকুল ইসলাম অপু(৩২), পিতা- মোঃ বাদল, সাং- কামারগাঁও, থানা ও জেলা- নরসিংদী, শেখড় দাস (৪০), পিতা- মৃত লাল মোহন দাস, সাং- পাইকপাড়া, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে আটক করেন। এসময় ধৃত আসামীদের দখল হতে ৫০ (পঞ্চাশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল ও গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।