গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে ঈদ উপহার পেয়ে আনন্দিত ৩’শ শিশু-কিশোরেরা
বরগুনার তালতলী উপজেলায় ৩’শ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের পূর্বে এসব উপহার পেয়ে খুবই আনন্দিত প্রত্যেকটি শিশু।
পঁচাকোড়ালীয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সেচ্ছাসেবী মূলক সংগঠন কিশোর কলি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় শিশু-কিশোরদের হাতে ঈদ উপহার তুলে দেন মির্জাগঞ্জ থানার সাবেক ওসি ও সংগঠনেরর প্রতিষ্ঠাতা পুলিশ পরিদর্শক জনাব এইচ এম মহিববুল্লাহ।
এ সময় তিনি বলেন, আমি বছর একাধিকবার এসব শিশু-কিশোরদের খোঁজখবর নেই। আজ মনে হলো আর দুই তিন পরেই ঈদ। ছোট ছোট শিশুরা ঈদে নতুন নতুন পোশাক পেলে খুব আনন্দ পেয়ে থাকে। আর তাদের আনন্দের মাঝে আমাদের সুখ লুকিয়ে আছে। তাই তাদের একটু আনন্দ দিতে এই আয়োজন। তিনি সমাজের বিত্তবানদেরও এধরনের শিশু-কিশোরদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। এসব সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তাঁর সহ-ধর্মিণী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হামিদা এ্যানী।
এসময় উপস্থিত ছিলেন, পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হাবিবুর রহমান পাশা, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন মিলন, পঁচাকোড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান নসা, সমাজসেবক আব্দুস সালাম, যুবলীগ নেতা সবুজ হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান পরিচালনা করেন কিশোর কলি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান রাসেল।
উল্লেখ্য, কিশোর কলি উন্নয়ন পরিষদ ১৯৯৭ইং সাল থেকে মানবতার কল্যাণে অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন প্রতিষ্ঠালগ্ন থেকে তারই ধারাবাহিকতায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।