হাফিজুর রহমান শিমুলঃ বে- সরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান উপকূল বন্ধু উপাধীতে ভূষিত হওয়ায় গন সংবর্ধনা প্রদান করা হয়েছে। কালিগঞ্জের বেনাদোনা বিশ্বাস এন্ড বিশ্বাস গ্রুপের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা আবুহেনা বিশ্বাস। মহতি এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বাস এন্ড বিশ্বাস গ্রুপের সভাপতি মোস্তফা বকুলুজ্জামান বকুল। বক্তব্য রাখেন বিশ্বাস এন্ড বিশ্বাস গ্রুপের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, মোস্তফা নুরুজ্জামানের সহধর্মিনী ইসমোতারা জামান, মোস্তফা কবিরুজ্জামান বিশ্বাস মন্টু , মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, মামুনুর রহমান, মোস্তফা অদিত্যজামান বিশ্বাস, মোস্তফা অনিন্দজামান বিশ্বাস, সলেমান বিশ্বাস, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।
আলোচনা সভাশেষে সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামানকে ক্রেষ্ট, মানপত্র ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিশ্বাস ও বিশ্বাস গ্রুপ।
উল্লেখ্য যে, বে সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ১৯৯১ সালে স্থাপীত হয়েছিল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের বিশ্বাস পাড়া থেকে। আজ সেই জনকল্যানে, মানবকল্যানে বিশেষ অবদান রাখতে রাখতে সুশীলন নিজ জেলার গন্ডি পেরিয়ে দেশের ৬০ টি জেলায় কাজ করছে। মহতি এই সংবর্ধনা অনুষ্ঠান পৃথক ৩টি পর্বে র্যাফেল ড্র, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাত ১২ টায় শেষ হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।