বৃহস্পতিবার, ০৭ Jul ২০২২, ০৮:২৫ অপরাহ্ন
শেখর মজুমদার নেছারাবাদ উপজেলা সংবাদদাতাঃ
পিরোজপুরের নেছারাবাদে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় অপরাজিতা নেত্রীদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে নারী নেত্রীরা বিভিন্ন রাজনৈতিক দলের দলের সাথে ৩৩% নারীদের অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন দাবী আদায়ে কিভাবে সংলাপ করবে, কেন করবে এবং কোন প্রক্রিয়ায় গেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে সেই বিষয়ে দিন ব্যাপী আলোচনা করা হয়। নেছারাবাদ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে সহায়ক হিসেবে থাকেন নেছারাবাদ উপজেলার কমিউনিস্ট পার্টির প্রবীণ রাজনৈতিক ও নেছারাবাদ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাঃ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, রূপান্তরের অপরাজিতা প্রকল্পের পিরোজপুর জেলা প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল ও জেলা প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া এবং নেছারাবাদ উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু, সাংবাদিক আনোয়ার হোসেন, প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের ৩১ জন নারী নেত্রী অংশগ্রহণ করেন।