গাজী এনামুল হক (লিটন) :
পিরোজপুরের কাউখালীতে এক রাজমিস্ত্রীর হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
গুরুতর আহতরা হলেন, কাঠালিয়া গ্রামের নিলুফা আক্তার (৪০), রিয়াজ হোসেন (৩৫), আব্দুল আজিজ খান (৭০), আসাদ হাওলাদার (২৫) গুরুতর আহত ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি ৪ জনকে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে, এরা হলেন আবীর গাজী (১২), রেজা সিকদার( ১৭), মনিরা বেগম (২১) এবং বাদশা হাওলাদার (৭০)।
জানাগেছে,
৩১ মে রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার পশ্চিম কাঠালিয়া গ্রামের আজিজ খানের বাড়িতে গিয়ে পূর্বে বাড়ির বিল্ডিং করার টাকা পাবেন বলে দাবী করেন একই গ্রামের বাদশা হাওলাদার এর জামাই হৃদয় হোসেন। হৃদয় তার বিল্ডিং ৩ মাস পূর্বে চুক্তিতে নির্মাণ করে দেনা পাওনা বুঝে নেন। অসৎ উদ্দেশ্যে হৃদয় এই টাকা দাবী করায় আজিজ খান বলেন, কাজ শেষের পরেই তোমাদের দেনা পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে। একপর্যায়ে তর্কবিতর্ক শুরু হলে পূর্ব থেকে হৃদয় লোকজনসহ বাড়িতে জড়ো হয়ে ধারালো অস্ত্র ও চাইনিজ কুড়াল দিয়ে পরিবারের সকলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় কান্নার শব্দ শুণে সহায়তা করতে আসলে তারাও হামলার শিকার হন। এসময় ধ্বস্তা ধ্বস্তিতে হৃদয় গ্রুপের একজন আহত হয়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হৃদয় হোসেন, শহিদ হোসেন, আসাদ এবং আবুল কালামকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন।