ঢাকা ১৫ জানুয়ারি ২০১৯: অনলাইন গণমাধ্যম গুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সরকারের পাশে থেকে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি মঙ্গলবার ১৫ জুলাই বিকেল ৫টায় গুলশানে অনলাইন সম্পাদক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। তিনি বলেন, বিশ্বের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর অনলাইন গণমাধ্যমসমুহে কর্মরত সাংবাদিকরাও দেশোন্নয়নে ভুমিকা রাখছে। তাই অনলাইন গণমাধ্যমকে কেউ চাপিয়ে রাখতে পারবেনা।
বিশ্বের সাথে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। যারা অনলাইন মিডিয়ার বিরোধীতাি করে মনে রাখবেন তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথকেও বাঁধাগ্রস্থ করছে। বর্তমান সরকার ডিজিটাল/অনলাইনকে প্রাধান্য দিয়ে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। সরকার অনলাইনকে প্রাধান্য দিচ্ছে বলেই অনলাইন সংবাদ মাধ্যমসমুহের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করেছে। অনলাইন মিডিয়ার সম্পাদকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখনি সময় অনলাইন গণমাধ্যম সমুহকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সরকারের পাশে থেকে কাজ করতে হবে।
অনলাইন সম্পাদক পরিষদের উদ্যোক্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইন পত্রিকার সম্পাদকগণ অংশ নেন। সভায় সকলের সম্মতিক্রমে আবুল কালাম আজাদকে আহবায়ক, শরীফ তালুকদারকে সদস্য সচিব,আল আমিন শাহরিয়ার ,আজগর আলি মানিক এবং নাজমা সুলতানা নীলাকে যুগ্ন আহবায়ক মনোনীত করা হয়।