হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ প্রেসক্লাবের সু- যোগ্য সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু মহোদ্বয় নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকাসহ নির্বাচন পরিচালসায় প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেছেন। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু,,সহযোগী নির্বাচন কমিশনার ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল ও সহযোগী নির্বাচন কমিশনার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান মিজান। কালিগঞ্জ প্রেসক্লাবের সংবিধান মোতাবেক সম্পুন্ন গনতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠ, নিরোপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে গঠিত নির্বাচন কমিশন অদ্য হতে স্বাধীন ভাবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য যে, কালিগঞ্জ প্রেসক্লাবটি ১৯৮৩ সালে স্থাপীত হওয়ার পর থেকে অতি সুনামের সাথে স্থানঈয় নবীন ও প্রবীন সংবাদকর্মীদের নিয়ে পরিচালিত হয়ে আসছে। বর্তমান কমিটি সততা ও নিষ্ঠার সাথে কালিগঞ্জ প্রেসক্লাবের ভবনের উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত করেছেন।