পাবনা ২৯ জানুয়ারি ২০১৯: পাবনা’য় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র আলোচনা সভা ও জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৯’জানুয়ারী সকাল ১১টায় আফাজ মুন্সি প্লাজা’র পাঁচ মাথা মোড় দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই একুশে পদকপ্রাপ্ত পাবনার গুণী সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র এবং টিআইবির অনুসন্ধানী রিপোর্টের বর্ষসেরা সাংবাদিক মাছরাঙ্গা টিভি’র উত্তরাঞ্চল ব্যুরো উৎপল মির্জাকে অভিনন্দন’র মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিএমএসএফ’র জেলা কমিটির সমন্বয়ক মো. মোবারক বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটি’র নির্বাহী সদস্য মো. ফয়সাল আজম অপু। তিনি বলেন সরকার এবং গণমাধ্যমের কাছে ১৪ দফা দাবী আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
এ সময় এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্র’র নিজস্ব সংবাদদাতা মো. মোবারক বিশ্বাসকে আহবায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-আহবায়ক আর টিভি’র পাবনা জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম বাঁধন ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু। সদস্য সচিব দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি মো. শফিক আল কামাল ও যুগ্ম সদস্য সচিব- দৈনিক খবর বাংলার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শামীম আহমেদ।
এছাড়া সদস্য হলেন আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মিজান তানজিল, যায়যায়দিন’র সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মো. ফারুক হোসেন, প্রতিদিনের সংবাদ ও সোনার দেশ’র সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মো. জালাল উদ্দিন, দৈনিক ভোরের দর্পণ’র সাঁথিয়া উপজেলা প্রতিনিধি আশিক ইকবাল রাসেল, আলোকিত বাংলাদেশ’র বেড়া উপজেলা প্রতিনিধি মো. উজ্জল হোসেন, সাপ্তাহিক প্রথম সকাল’র যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান জীবন, জয়যাত্রা টিভি’র জেলা প্রতিনিধি রাকিবুল হাসান, জিটিভি’র ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, কলকাতা টিভি’র ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামী, সাপ্তাহিক চলনবিলের আলো স্টাফ রিপোর্টার মো. রফিকুল ইসলাম সজিব, সাম্প্রতিক দেশকাল’র জেলা প্রতিনিধি মো. ফজলুল হক, সরেজমিন বার্তা প্রতিনিধি মো. মামুন হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ’র বেড়া উপজেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান প্রমুখ।
নব গঠিত আহবায়ক কমিটি পাবনা’র সাংবাদিকতা পেশাকে মর্যাদার আসনে আসীন করতে সকল শ্রেণী পেশার মানুষের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সঞ্চালনায় ছিলেন, দৈনিক আমাদেরকন্ঠ জেলা প্রতিনিধি মো. শফিক আল কামাল। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে অনুষ্ঠান শুরু করা হয়।