কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। কালিগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া জেলে মোঃ ফজলু গাজীর (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিমান্তবর্তী কালিন্দী নদীর হাড়দ্দাহ এলাকা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। থানার উপ-পরিদর্শক আশিষ কুমার জানান, স্হানীয়দের মাধ্যমে খবর পেরে কালিন্দী নদীর পাড় থেকে নিখোঁজ জেলের লাশটি উদ্ধার করা হয়েছে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়। এ সময় নিহতের পরিবারের লোকজন এসে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের মৃত ফকির গাজীর ছেলে ফজলু গাজীর লাশ বলে শনাক্ত করে। একপর্যায়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম নিখোঁজ জেলের লাশ পাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সিমান্তবর্তী কালিন্দী নদীতে বাগদা-গলদা চিংড়ির রেণু ধরতে গিয়ে মোঃ ফজলু গাজী (৬৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছিল। বৃহস্পতিবার সকালে নদী থেকে তার লাশটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বাদ জোহর জানাজা শেষে হাড়দ্দাহ সরকারী গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বলেন, নদীতে ডুবে মারা যাওয়া ফজলু গাজীর লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।