নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বীর হাবিবুর রহমান (৯০) আর নেই। তিনি শনিবার ২৭ আগস্ট সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৮ আগষ্ট) সকাল ১০টা সময় বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাযা নামাজ শেষে বালিতিতা মহেশপুর গোরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মৃত্যুকালে ৫ ছেলে ও ২ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন পুলিশের একটি চৌকস দল।
এই সময় মরহুমের স্মৃতিচারণ করেন লালপুর-বাগাতিপাড়ার সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালমা আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সিবিএর সাবেক সভাপতি খাইরুল বাসার ভাদু, গোলাম কাওছার, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য লেঃ কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দীক পলাশ, মুক্তিযোদ্ধা শুক্টা, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে শান্টু মন্ডল প্রমূখ।