মোঃ শামীম পটুয়াখালী।
গলাচিপা বেসরকারি এম্বুলেন্স মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। তাদের দাবি দীর্ঘদিন ধরে হাসপাতালে পিছনের গেটে এম্বুলেন্স রেখে আসছে। কিন্তু বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে পিছনের গেটে এম্বুলেন্স রাখতে দিচ্ছে না। যেহেতু তাদের নিজস্ব কোন গারেজ নেই সেহেতু তাদের এম্বুলেন্স রাখতে সমস্যা হয়।হাসপাতালে পিছনের গেটে অ্যাম্বুলেন্স রাখলে রোগীদের জন্য সুবিধা হয় কারণ রোগীরা তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে যেতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পিছনের গেট খোলা রাখলে হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। অনেক সময় রোগীরা হয়রানির শিকার হয়। এজন্য তারা পিছনের গেট বন্ধ রাখতে চায়।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বললে তিনি সমাধান দেবেন বলে আশ্বাস দেন।
গলাচিপা বেসরকারি এম্বুলেন্স মালিক সমিতি তাদের দাবি আদায়ের জন্য একত্রিত হয়ে গলাচিপা ফেরিঘাটের কাছে অবস্থান নিয়েছে।
সংশ্লিষ্ট সকলকে বিষয়টি দ্রুত সমাধান করে, রোগীদের ভোগান্তি থেকে রেহাই দেওয়ার জন্য অনুরোধ করেন ভুক্তভোগীরা ।