হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে লবণাক্ত জমিতে অফসিজনে তরমুজ চাষ পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম। তিনি শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভাড়াশিমলায় অফসিজনে তরমুজ চাষে এলাকা পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করেন। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের সহযোগিতার মাধ্যমে লবণসহিষ্ণু ভেঁড়িবাদের উপরে জমিতে অফসিজন তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে কৃষকরা। যে জমিতে সবজি চাষ করে বছরে ১০ থেকে ১২ হাজার টাকা বিক্রয় করতো সেই একই জমিতে তরমুজ চাষ করে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করছে কৃষকরা। তরমুজ চাষে বেশি লাভ হওয়ায় এই এলাকার কৃষকরা এখন বেশি আগ্রহ দেখাচ্ছে। কৃষকেরা মাছ চাষের পাশাপাশি ভেঁড়িবাঁধের উপরে বিভিন্ন প্রকার সবজি ও তরমুজ চাষ করেছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিঃ সচিব ও নির্বাহী পরিচালক সাবিনা পারভীন , কৃষি গবেষণা ইনস্টি টিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার , পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. অপূর্ব কান্তি চৌধুরী ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিঃ পরিচালক কৃষিবিদ ফজলুল হক মনি, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দিন সহ কালিগঞ্জ ও অন্যান্য কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা , সাংবাদিক, কৃষাণ কিষানী উপস্থিত ছিলেন। পরে কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম এসএসিপি প্রকল্প (বারি অঙ্গ )এর আওতাধীন উপকার ভোগী চাষীদের সাথে মতবিনিময় করেন ও ফলের চারা বিতরণ করেন। কৃষকের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ মোড়ল, মোহাম্মদ জাকির হোসেন পাড়, আব্দুস সবুর বিশ্বাস, জহুর আলী সরদার, রাশেদ বিশ্বাস, ফরিদ গাজী, মোহাম্মদ আলী গাজী প্রমুখ। কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয় এলাকার কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি ও তরমুজ চাষ দেখে অভিভুত হন।