রেজাউল ইসলাম,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ওসি (অপারেশন) আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস,মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, এবছর মঠবাড়িয়া উপজেলায় ৯৮ টি মূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে সরকারীভাবে ৫’শ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে।