হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে পাটালী বিনষ্ট করা হয়েছে। উপজলার বালিয়াডাঙ্গা বাজারে উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর অভিযান চালিয়ে ৩২ কে জি ভেজাল খেঁজুরের পাটালী জব্দ করে। পরে জব্দকৃত পাটালী কাঁকশিয়ালী নদীর পানিতে ফেলে বিনষ্ট করা হয়েছে। সোমবার (১১ ফে ব্রুয়ারী) সোমবার সকাল ৯ টায় উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর আব্দুস সোবাহান গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গা বাজারে ভেজাল খেঁজুরের পাটালী বিক্রয় করার সময় ৩২ কে জি পাটালী জব্দ করে। এসময় অসাধু পাটালী ব্যবসায়ী পালিয়ে যায়। জব্দকৃত ভেজাল পাটালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের উপস্থিতিতে বেলা ১টায় কাঁকশিয়ালী নদীতে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর আব্দুস সোবাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবর রহমান, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এক শ্রেণীর ব্যবসায়ীরা খেজুরের রসের সাথে চিনি ও রং মিশিয়ে খেজুরের পাটালী হিসাবে বাজারে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু স্যানিটারী ইন্সপেক্টর যথাযথ দায়িত্ব পালন না করায় পার পেয়ে যায় হীন ব্যবসায়ীরা।