হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার আলোচিত শামসুর হত্যা মামলার প্রধান আসামী আহাদ আলী গাজী (৪০) কে আটক করেছে র্যাব ৬। সে উপজেলা রঘুনাথপুর গ্রামের মৃতঃ আরশাদ আলী গাজীর পুত্র। থানা সূত্রে জানাগেছে, রবিবার (১৮ সেপ্টেম্বর) আনুঃ সকাল ১০ টায় যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৬ এর চৌকস দল। সন্ধ্যায় কালিগঞ্জ থানায় ধৃত আহাদ আলীকে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত ছিলেন মর্মে তিনি স্বীকার করেছেন। উল্লেখ্য যে, ফরায়েজী সম্পত্তি দখলকে পুঁজি করে গত ১৫ সেপ্টেম্বরের রঘুনাথপুর গ্রামের মৃত অবের আলীর পুত্র শামসুর আলীর সাথে তারই শ্যালক মৃত আরশাদ আলীর পুত্র আহাদ আলী গংয়ের সম্পত্তি নিয়ে বিরোধ হয়। একপর্যায়ে শামসুরকে শাবলের আঘাতে হত্যা করে আহাদ গং। এঘটনায় নিহত শামসুর রহমানের পুত্র শাহিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় এখনও পর্যন্ত আটক হয়েছে দুইজন। কালিগঞ্জ থানার অফিসার ডাঃ মোঃ হালিমুর রহমান বাবু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।