প্রভাষক মনিরুজ্জামান (মহসিন),নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা থেকে :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী-সাধক, পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে-
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।
খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর পরিচালক সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আরো আলোচনা রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য আলহাজ্জ ডা: খলিলুল্লাহ, খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক।
উপস্থিত শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন-
নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত মাওলানা রমিজ উদ্দীন, অধ্যক্ষ নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম, নাংলা ফতেম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক…., সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, প্রফেসর ডা: রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মো. বদিউজ্জামাল (মিলটন), চট্রগ্রাম আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক গোলাম ওয়ারেশ মুক্তা, হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মাহবুবে খোদা প্রমূখ।
উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্যে তারা পাঠ্যসূচীতে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থাবলি অন্তর্ভুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানে খানবাহাদুর আহ্ছানউল্লা কর্ণার চালু করা, বিভিন্ন প্রতিযোগিতার পীর কেবলা রচিত গ্রন্থাবলি পুরস্কার হিসেবে প্রদান করা, বৃক্ষরোপন ও রক্তদান কর্মসূচী পালন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সহ নানা প্রস্তাবনা প্রদান করেন।
সভায় পীর কেবলার চট্রগ্রাম জীবনের উপর রচিত বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি কর্মকর্তা বা অতিথিবৃন্দ উপরোক্ত প্রস্তাবনা ছাড়াও পীর কেবলা হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জন্মসার্ধশতবার্ষিকী অর্থাৎ দেড়শত বছর উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানভেদে পূর্ব পরিকল্পনা মাফিক এ কর্মযজ্ঞ ক্যালেন্ডার আকারে পীর কেবলার জীবনাদর্শ নিয়ে আলোচনা, সেমিনার, কুইজ ও রচনা প্রতিযোগিতা, বই উৎসব সহ নানা কর্মসূচী পালনের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ববোধের আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: রুহুল হক এমপি বলেন-
শিক্ষার্থীদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও পীর কেবলার জীবনাদর্শ ছড়িয়ে দেয়ার আগে আমাদের শিক্ষক সমাজকে পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) রচিত গ্রন্থাবলি বেশি বেশি পড়া ও গবেষণালব্ধ জ্ঞান পরবর্তীতে শিক্ষার্থী তথা সমাজে ছড়িয়ে দেয়ারও আহবান জানান তিনি।
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী কর্মসূচী আগামী ৩ ডিসেম্বর ২০২২ শনিবার থেকে শুরু করে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর শনিবার নলতা পাক রওজা শরীফে অনুষ্ঠিত সেমিনারের মাধ্যমে ১৩ মাসব্যাপী বিশাল কর্মসূচী বাস্তবায়ন ও প্রচার-প্রচারণা চালানোর কথা জানান মিশন কর্তৃপক্ষ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য ও ভূমি সংস্কার বোর্ডের বিভাগীয় কমিশনার ও নলতার বাসিন্দা মো. আবু মাসুদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আলহাজ্জ সাইদুর রহমান, সহ সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন ও আলহাজ্জ মো. মালেকুজ্জামান, মিশনে নির্বাহী সদস্য আলহাজ্জ মোহাম্মদ ইউনুস, অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, ইকবাল মাসুদ,শফিকুল আনোয়ার রঞ্জু,খায়রুল হাসান সহ মিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ, আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষের পক্ষে প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), হাদীপুর জগন্নাথপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, নলতার খানবাহাদুর আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, সাতক্ষীরা সদর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার কলেজ, হাইস্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন এর প্রধান ও সহকর্মীবৃন্দ, বিভিন্ন আহ্ছানিয়া শাখা মিশনের কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।