কষ্টবৃক্ষ ভীষণ সর্বগ্রাসী
ওরা শেকড় ছড়িয়েছে
হৃদয় অঙ্গণে…
দিনে দিনে ওরা গ্রাস করেছে
কপাট, ফটক, বাতায়ন
প্রাঙ্গন দাপিয়ে চলা
তুরঙ্গম খুরে ক্ষত বিক্ষত
শেকড়ে জল জোগাতে
ক্লান্ত ভীষন অশ্রুরাশি
প্রতিনিয়ত…
ওদের নেই কোনও শ্রান্তি
সর্বগ্রাসের তৃপ্তিতেও যেন
নেই ক্ষণিক বিরাম
ঘড়ির কাঁটারাও হিসেব পাল্টেছে
পলক নিমেষ ক্ষনিক প্রহর ভুলে
ওরা চলে আলোকবর্ষ গণনে
ক্ষণিক আশা জাগানিয়া
আকাশগঙ্গা হতে অজানা কোনো
নক্ষত্রের ক্ষীণ প্রভা খুঁজে খুঁজে
নিঃস্বের দীর্ঘ্যশ্বাসের নিরব সাক্ষী
নিশ্চলা নেত্র গুলো
শুধু প্রতিক্ষায় যবনিকার…
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।