একদিন বিকেলে এক গ্রামের অবস্থাপন্ন একজন কৃষক তার পোষা🐐🐐🐐 পালের মধ্য হতে সবচেয়ে বড় ছাগলটি জবাই করলো। ছাগলের মাংস রান্না শুরু হবার পর সে তার ছেলেকে বলল, যাও আমাদের পরিবার, প্রিয়জন, সহকর্মী আর আত্মীয়স্বজন’দের ডেকে আনো। রাতে সবাই এক সাথে খাওয়া দাওয়া করবো…
সন্ধ্যার পর ছেলেটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো: ” আগুন, আগুন, দয়া করে আগুন নিভাতে সাহায্য করুন!”
কিছুক্ষণের মধ্যে আশেপাশের বাড়ি থেকে কিছু লোক ছুটে এলো আর গ্রামের বেশিরভাগ লোক এমন আচরণ করলো যেন কিছুই ঘটে নি।
হতবাক হয়ে পিতা তার ছেলেকে বললেন; “যারা এসেছে, তাদেরকে চিনি না, আগে কখনও দেখিনি, তাহলে আমাদের প্রিয়জন, পরিবার আর সহকর্মীরা কোথায়?”
ছেলে বলল, “যারা এসেছে তারা আমাদের বিপদের কথা শুনে, বাড়ির 🔥 নিভাতে এসেছে, খাবার জন্য নয়। আসলে তারাই আমাদের অতিথি হবার যোগ্য”।
উপসংহার: কখনও কখনও একটু বিপদের ভান করে হলেও সত্যিকারের বন্ধু চেনা দরকার …
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।