যশোর (ঝিকরগাছা) প্রতিনিধিঃ
ইতিমধ্যেই কাটা পড়েছে কৃষকের পরিশ্রমের সোনালী ফসল ধান । সবুজ ফসল পেকে যাবার পর কৃষক মহাখুশি তারপরও আরও খুশি সেই ধান বাড়িতে আনার পর ।
এদিকে ঝিকরগাছার মল্লিক পুর গ্রামের চাষি ইমদাদুল হক বললেন এ বছর বাধাবিঘ্ন ছাড়াই ধান ঘরে তুলতে পেরেছি। বাম্পার ফলন হয়েছে। ধান চাষে সরকারি কোন সাহায্য পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার উপর লেভেলে যোগাযোগ নাই বলে আমি সার ঠিকমতো পায়নি , বাহিরে থেকে সার কিনেছি একটু দাম বেশি পড়েছে।