পটুয়াখালীপ্রতিনিধি ঃ
পটুয়াখালীর গলাচিপায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সৎ বোনদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ কুৎসা রটানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতারা।
বেলা ১১ টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের গিলাবাড়িয়া বাজারে নারী সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন (দুর্বার) এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলা শাখার নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে অভিযুক্ত সরোয়ার মানব বন্ধনে বাঁধা প্রদান করে ব্যানার টানা হেচরা করে নিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় উপস্থিত লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করে পরে পুলিশের হস্ত ক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এসময় সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় পুত্র মো.সরোয়ার আকন তার বাবা মো.আবদুল খালেক আকন কে মারধর করেছে। ছেলে মারধর করে পিতাকে তাহলে সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। সমাজের অবস্থা যদি এমন হয় আমরা কি ভাবে এ সমাজে বসবাস করবো। আমরা এমন ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অভিযুক্ত ছেলের বিচার দাবি করছি।
বক্তারা আরও বলেন, পিতার প্রতি যে অত্যাচার করা হয়েছে তার বিচার অবশ্যই হতে হবে, হওয়া উচিত। আমরা প্রশাসনের নিকট অনুরোধ করবো অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। এছাড়া পরিবারের সদস্যরা অভিযোগ করেন পিতার সম্পত্তি থেকে উচ্ছেদ করতে এই মিথ্যা মামলা করা হয়। তাই মিথ্যা মামলা প্রত্যাহার ও এহেন কাজের বিচার চেয়ে নিজেদের নিরাপত্তার দাবি করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।##
ইশরাত মাসুদ
গলাচিপা, পটুয়াখালী।
০১৭২২৪৮৪২০০।