শেখ হাসিনার লিখিত অনুমোদন নিয়ে ইতালী পৌঁছেছেন নব নির্বাচিত ইতালী আওয়ামীলীগ নেতারা।
আপডেট টাইম :
সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৬.২৯ এএম
১০১
বার পঠিত
সাগর মীর,ইতালী প্রতিনিধি ঃ– গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত অনুমোদন নিয়ে ইতালী পৌঁছেছেন ইতালী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা মাহতাব হোসেন,সাধারন সম্পাদক আলমগীর হোসেন।গতকাল ১৩ নভেম্বর ২২,স্থানীয় সময় বিকালে এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালীর রাজধানী রোমের লিও নার্দো দ্যাভিঞ্চ বিমান বন্দরে অবতরণ করেন।বিমান বন্দরের বাহিরে বিপুল সংখ্যক নেতাকর্মিরা অপেক্ষা করছিলেন। অবতরণের পর অপেক্ষা রত নেতারা,বাংলাদেশ থেকে আগত নেতাদের ফুলের তোড়া দিয়ে তাদের স্বাগত যানান।এসময় ইতালী সাংবাদিক পরিবারের পক্ষ থেকে তাদের কে শুভেচ্ছা জানানো হয়।এর পর গাড়ী বহর নিয়ে রাজধানীর রোমের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।উল্লেখ্য ঃ প্রায় ১০ বছর পর ২০২১ সালের নভেম্বর মাসে ইতালী আওয়ামী লীগের বহুল আকাঙ্খিত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সর্বস্তরের নেতাকর্মিদের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে বীর মুক্তিযাদ্ধা মাহতাব হোসেন, কে সভাপতি, আলমগীর হোসেন,কে সাধারন সম্পাদক,এম এ রব মিন্টু,কে এক নং যুগ্ন সাধারন সম্পাদক,ও লুৎফর রহমান,কে সহ সভাপতি করে, চার সদস্যের একটি কমিটি মৌখিক ঘোষণা করা হয়েছিল।২০২২, সালের নভেম্বর এ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত অনুমোদন প্রধান করেন। লিখিত অনুমোদন নিয়ে নব নির্বাচিত দুই নেতা গতকাল ১৩ নভেম্বর ২২, ইতালী এসে পৌছান।