পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর দক্ষিন প্রতিনিধি সাংবাদিক সোহাগ রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলার ঘটনার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের বাসিন্দা আবুল কালাম মোহাম্মাদ ঈসার দুই ছেলে মারুফ মোহাম্মাদ ইভান (৩৮) ও তানভীর মোহাম্মাদ আকিব (২৫)। আহত সাংবাদিক সোহাগ রহমান বর্তমানে গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক রিপন বিশ্বাস ও মোঃ হাফিজ জানান, ঘটনার সময় সাংবাদিক সোহাগ রহমানের সঙ্গে তারা দুইজন গলাচিপা পোস্ট অফিসের নিচে বসে চা খাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে প্রধান দুই আসামির নেতৃত্বে অজ্ঞাত আরও ২/৩ জন এসে তাদের ঘিরে ধরে এবং সোহাগ রহমানের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এ সংক্রান্ত মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মারুফ সাংবাদিক সোহাগ রহমানকে খুনের উদ্দেশে স্টিলের পাইপ দিয়ে মাথার ওপর আঘাত করে। যা মুখে লাগলে তার দুটি দাঁত পড়ে যায়। অপর আসামি আকিব চাকু দিয়া গলা লক্ষ্য করে কোপ দেয়। যা লক্ষ্যভ্রষ্ট হয়ে সাংবাদিক সোহাগের গালে লাগে এবং রক্তাক্ত জখম হয়। আসামিরা সাংবাদিকের কাছ থেকে একটি ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেয়। সাংবাদিকদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। সোহাগ রহমান অভিযোগ করে বলেন কোনো কারন ছাড়াই অহেতুক তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে এবং সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সোহাগ রহমান বাদি হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত সাংবাদিক সোহাগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্হা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গলাচিপা প্রেসক্লাব এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
#
ইশরাত মাসুদ
গলাচিপা, পটুয়াখালী।