আপডেট টাইম :
শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১০.০১ পিএম
৯৪
বার পঠিত
সাগর মীর,ইতালী প্রতিনিধি ঃ-বিপুলউৎসাহ উদ্দীপনা এবং ইতালীর ফিরেন্সে বসবাসকারী বাংলাদেশী নেতাদের উপস্থিতিতে প্রবাসীদের স্বার্থ রক্ষায় গঠিত হয়েছে ইতালী ফিরেন্স বাংলাদেশ কমিনিউনিটি।ফিরেন্সের সান্তা আপল্লনিয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সাধারন সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এই সংগঠনটি।প্রবীন ব্যক্তিত্ব আবুল বাশার হিরোর সভাপতিত্বে এবং মোঃ জসিম উদ্দিন জসিমের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাকির হোসেন।প্রধান বক্তা হিসেবে ছিলেন মুস্তাফিজুর রহমান বোরহান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন ,ফরিদুল ইসলাম,জাহাঙ্গীর আলম,ভূঁইয়া সাগর, আশরাফ হোসেন সহ আরো অনেকে।প্রধান অতিথি জাকির হোসেন বলেন আমরা ফিরেন্স প্রবাসী বাংলাদেশীদের সমস্যা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবো।এখানে প্রবাসী বাংলাদেশীরা যেকোন সমস্যায় রড়লে এই সংগঠন তাদের পাশে গিয়ে দাঁড়াবে।প্রধান বক্তা মুস্তাফিজুর রহমান বোরহান সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার মধ্য দিয়ে প্রবাসীদের সেবা করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।তিনি বলেন এখানে প্রবাসী বাংলাদেশীদের সহায়তা করবে এই সংগঠনটি তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানান।