হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময় করলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান। তিনি তার বক্তব্যে এসময়ে বলেন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের ব্রত নিয়ে থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে চাই। সকলের সহযোগিতা পাইলে আমি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ, রাষ্ট্র বিরোধী, ব্যাভিচার, চুরি ও দালালমুক্ত থানা উপহার দিবো ইনশাল্লাহ। বুধবার (৪ জানুয়ারী) বেলা ১০ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে পরিষদবর্গ ও স্থানীয় রামকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার শেখ মোর্শেদ আলী, ইউনিয়ন সহকারি বিট অফিসার সেলিম রেজা। সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও গ্রাম পুলিশসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।