সাগর মীর ইতালী প্রতিনিধি ঃ-নতুন বছরে বাংলাদেশীদের জন্য সুখবর, ৮২ হাজার শ্রমিক নিবে ইতালী।ইতালী সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন ইতালী বাংলাদেশী প্রবাসীর।২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে,৮২ হাজার ৭ শত ৫ জন কর্মি নিবে ইতালী সরকার।কৃষি,পরিবহন,পর্যটন,জাহাজ নির্মান,মেকানিক ও উৎপাদন শিল্প খাতের জন্য স্থায়ী ও মৌসুমি কাজের ভিত্তিতে এই কর্মি নেয়া হবে বলে যানিয়েছেন দেশটির নতুন সরকার।
কয়েক দিনের মধ্যে এবিষয়ে চুরান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে।ইতালীর প্রধানমন্ত্রীর সচিব আল ফ্রেদো মালতোভানো বিষয়টি নিশ্চিত করেন।ইতালীর সরকারের এই পদক্ষেপকে বাংলাদেশীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।এর আগে গেল বছর ৬৯ হাজার কর্মি নিয়েছিল ইতালী সরকার।এবছর ভিসা বেশি দেয়ায় কিছুটা কঠিন হবে ভিসা পাবার নিয়ম।ইতালীর সরাষ্ট্র মন্ত্রনালয় যানান বাংলাদেশ,পাকিস্তান,ভারত,মিশর,নাইজেরিয়া,তিউনিশিয়া সহ মোট ৩৩ টি দেশ থেকে এ কর্মি নিবে ইতালীর নতুন সরকার।কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার ও স্থায়ী ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭ শত ৫ জন কর্মি নেয়া হবে।