বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন
ভ্রমণ হল সাধারণ বাস্তবসম্মত জ্ঞান সঞ্চয়ের অন্যতম উৎস বা মাধ্যম। কোনো স্থান সম্পর্কে হাজার বার গল্প শোনার চেয়ে এক বার নিজে ভ্রমণ করে দেখা ঢের ভালো।আমি কবির নেওয়াজ রাজ মনে করি,ভ্রমণ আমাদের সীমিত জ্ঞান কে অসীম আকাশে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে।ভ্রমণ আমাদের জীবনের একটি অংশ। ভ্রমণ আমাদের সকল কে দৈনন্দিন রুটিন থেকে বের করে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে মেলায়। এটি আমাদের শরীর ও মনকে পুনরায় নতুন করে গড়ে তোলে।ভ্রমণ শেষে ফেরার পথে আনন্দে বলতে হলো -ভ্রমণের এতো সুন্দর মুহুর্ত,কার না ভালো লাগে; কষ্ট যতো দূর হয়,সুখের উপভোগে।
কলমেঃ কবির নেওয়াজ রাজ
এমএমএস ‘রাষ্ট্রবিজ্ঞান,সিসি ‘জার্নালিজম,এলএলবি।