পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় চোরধরার নাম করে প্রতারনা করার অভিযোগে ইসরাফিল (৩৫) নামে এক প্রতারককে গ্রফতার করা হয়েছে। উপজেলার বাদুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসরাফিল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নিচিন্তপুর গ্রামের মৃত আ.রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ২৭ডিসেম্বর গলাচিপা পৌরএলাকার ৫নং ওয়ার্ডের মো কুদ্দুস প্যাদার ৫টি গরু চুরি হয়। বিভিন স্হান খোঁজাখুজির পর চোরাই গরু খুজে না পেয়ে গরুর মালিক কুদ্দুস প্যাদা গত ১জানুয়ারী চুরির সন্দেহে ওই ওয়ার্ডের ৫জনকে রাসায়নিক মিশ্রিত রুটি খাওয়ায়। এতে ওই পাচঁ ব্যাক্তি গুরুতর অসুস্হ হয়ে পরে। এঘটনায় গলাচিপা থানায় কবিরাজ ইসরাফিলকে আসামী করে মামলা দায়ের করা হয়।
গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গাইন জানান, প্রতারক কবিরাজ ইসরাফিলকে গোপালগঞ্জ থেকে গলাচিপা আসার পথে বাদুরা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
ইশরাত মাসুদ
গলাচিপা, পটুয়াখালী।