২২তম জাতীয় কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে ৭টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই পরিবর্তনগুলো অনুমোদন দেন উপস্থিত কাউন্সিলররা। গঠনতন্ত্রে ৭টি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো :
এক. কেন্দ্রীয় কমিটির নাম সুনির্দিষ্ট করে ‘কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ’ করা হয়েছে।
দুই. দলের যে কোনো পর্যায়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। আগে এই বাধ্যবাধকতা ছিল না।
তিন. দলের উপজেলা, থানা ও ইউনিয়ন কমিটির উপদেষ্টা পরিষদের সংখ্যা সুনির্দিষ্ট করে ২৭ জন করা হয়েছে।
চার. মহানগরের প্রতিটি পর্যায়ের কমিটিতে অন্তত দুই-তৃতীয়াংশ স্থানীয় ভোটার রাখতে হবে।
পাঁচ. স্থানীয় সরকারের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হবে না।
ছয়. মহিলা শ্রমিক লীগকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা দেওয়া হয়েছে।
সাত. আওয়ামী লীগের যে কোনো শাখা কমিটির নিয়মিত সভা এক মাসের পরিবর্তে দুই মাসের মধ্যে করতে হবে।