বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”

 

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ৩১ জানুয়ারি’২৩ মঙ্গলবার শেষ কর্মদিবসে বেলা ১২ টা হতে ব্যবস্থাপনা বিভাগে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত দীর্ঘদিনের অধ্যক্ষ মো: রিয়াজুল ইসলাম।

ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সাবেক উপাধ্যক্ষ আলহাজ্জ মো: আব্দুল মজিদ।

আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, মনোবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ এস এম মিজানুর রহমান, কৃষি শিক্ষা বিষয়ের প্রধান মো: আব্দুর রহমান, বাংলার বিভাগীয় প্রধান প্রভাষক দৌলতুন্নেছা পারুল, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো: রোকনুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক নৃপেন্দ্রনাথ স্বর্ণকার, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো: আবু তালেব, শরীরচর্চা বিষয়ের শিক্ষক সামছুল হুদা কবির খোকন, সহকারী লাইব্রেরিয়ান মো: শহিদুল ইসলাম এবং স্টাফদের পক্ষ থেকে শেখ আজিজুল ইসলাম।

এছাড়া আবেগঘন অত্র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিষয়ের মো: শাহানুর রহমান, রসায়ন বিভাগের প্রধান স্বপন কুমার মন্ডল ও সিনিয়র প্রভাষক সঞ্জয় কুমার মন্ডল, হিসাববিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক আলহাজ্জ মো: মাসুদ করিম, পরিসংখ্যান বিষয়ের সিনিয়র প্রভাষক শরিফুল ইসলাম, বাংলা বিষয়ের প্রভাষক তৌহিদুজ্জামান, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আনোয়ার সিদ্দিকী, হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক শাহজান কবির, জি এম আসাদুজ্জামান, মো: রফিকুল ইসলাম, মো: আত্তাবুজ্জামান, মো: আবু তাহের, হিসাবরক্ষক কাম প্রধান সহকারী বৈদ্যনাথ সরদার, অফিস সহকারী আব্দুল আলিম, অফিস সহায়ক শওকাত হোসেন, আইয়ুব আলী, ফরিদা খাতুন, ফতেমা খাতুন, লুৎফর রহমান,শাহাদাৎ হোসেন প্রমূখ।

শেষ পর্যায়ে ব্যবস্থাপনা বিভাগের বিদায়ী বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান কে ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, জায়নামাজ,কোরআন শরীফ,পাঞ্জাবি-পাজামা,
টুপি ও তজবি সহ কিছু উপকরণ প্রদান করা হয়েছে।

সবশেষে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com