বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
শেরপুরে ইউনিয়ন আ.লীগ থেকে ২০ নেতার পদত্যাগ কালিগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে ৪৬ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি,,,,,,,,, কালিগঞ্জের বালিয়াডাঙ্গা মাহমুদীয়া দাখিল মাদ্রাসাঃ ঝুঁকি নিয়ে চলছে পাঠদান রাজারহাটে তিস্তায় ভাঙ্গন কবলিত ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালক রজব আলীর মরদেহ উদ্ধার মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী : বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ তথ্যমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত মুঘল কাবাব হাউজকে ২ লাখ টাকা জরিমানা করেছে  নিরাপদ খাদ্য কতৃপক্ষ কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান স্বপদে বহালঃ ইউনিয়নবাসীর মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বাংলাদেশ এখন তলাবিহীন রাষ্ট্র নয় উন্নত রাষ্ট্র – এড,আব্দুল মতিন
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত”

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত”

প্রভাষক মনিরুজ্জামান (মহসিন) :
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি বুধবার একাদশ ১ম বর্ষের ক্লাস শুরুর দিন বেলা সাড়ে ১০ টা হতে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন এর সভাপতিত্বে এবং শিক্ষক মো: আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও  সাবেক অধ্যক্ষ মো: রিয়াজুল ইসলাম এবং  কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য ও অন্যতম জমিদাতা সরদার আমজাদ হোসেন।
কলেজ শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের ফেরদৌসী পপি, ব্যবস্থাপনা বিভাগের মো: মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিভাগের এস এম ফিরোজ আহমেদ, শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবির খোকন প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো: কামিদুল হোসেন ও প্রাণিবিদ্যা বিষয়ের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আজহারুল ইসলাম।
কলেজ ছাত্রীলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান।
অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান ও আনিসা আজিম।
বক্তাগণ- নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তবে প্রধান অতিথি তার দীর্ঘ ১ ঘন্টা বক্তব্যে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক, বি সি এস ক্যাডার যাই হও না কেন শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার আহবান জানান। পাশাপাশি অধ্যয়নকালীন যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে কলেজ পরিবারের একজন মানুষ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাকে জানানোর জন্য মোবাইল ও ই-মেইল নম্বর ছড়িয়ে দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী, নবাগত প্রায় ৬শত শিক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্যবৃন্দ, কলেজ স্টাফবৃন্দ তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী সজল আহমেদ এবং
গীতা পাঠ করেন শিক্ষার্থী পম্পা পাল।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com