বাজারে কেনা মুখোশের ব্যবহার যতটা
তার চেয়ে ঢের বেশী ব্যবহার
বিনে খরচায় পাওয়া মুখোশের
দেখা যায় না, অথচ অনেক চাহিদা তার
কত কীবা না আড়াল করি সে মুখোশে
না দেখা অভাব, না দেখা ভালোবাসা
বহুদিন পুষে রাখা বাসনা
রাত গভীরে..
ওরা পোড়াতে শুরু করে
দলা বাঁধা ভস্ম আড়ালে
নিখরচার মুখোশটাই তখন সহচর
ভেতর টা পুড়ে শেষ
অথচ মুখোশের আড়ালে
আমরা কতই না সুখী!
** ব্যক্তিজীবনের সাথে কোনও মিল নেই। Hasan Hafizur Rahman