পশ্চিম বাংলার উলুবেড়িয়া বার কাউন্সিল নির্বাচনে পশ্চিম বাংলার শাসক তৃনমূল দলের প্যানেল কে হারিয়ে দিল বামফ্রন্টের সাথে জোট প্রার্থীরা। উলুবেড়িয়া বার কাউন্সিল নির্বাচনে মোট ১৮,টি, আসনে ভোট হয়। প্রায় শতাধিক আইনজীবী এই বার কাউন্সিল নির্বাচনে অংশ নেন। ভোটের পর ফলাফল প্রকাশ করা হয়। এবং তখনই দেখা যায় যে পশ্চিম বাংলার বর্তমানতৃনমূল দলের বিপক্ষে গিয়েছে ফলাফল। এবং এখানে বিরোধী আইনজীবীদের সেল পেয়েছে ১১,টি, এবং তৃনমূল দলের আইনজীবীদের সেল পেয়েছে মাত্র ৭,টি, এবং বার কাউন্সিল নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ দখল করে তৃনমূল দলের বিরোধী আইনজীবীদের সেল।এই পরাজয় সাধারণ তৃনমূল দলের কাছে কিছুটা ধাক্কা দিয়েছে। কারণ কিছুদিন আগে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে উপনির্বাচন বড় জয় পেয়েছে তৃনমূল দলের বিরুদ্ধে। সেখানে তৃনমূল দল কে হারিয়ে বামফ্রন্টের জোটের প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও প্রার্থী বায়রন বিশ্বাস। সেই ধাক্কা সামলাতে না সামলাতে আবার ধাক্কা উলুবেড়িয়া বার কাউন্সিল নির্বাচনে তৃণমূল দলের আইনজীবীদের হার।।