“তুই কথা”
আবদুল্লাহ আল মামুন
তুই আমার আকাশ হবি?
আমি তোর মেঘ হবো,
তোর রাজ্যে উড়ে উড়ে
একাকীত্ব তোর ভুলিয়ে দিবো।
তুই আমার স্বপ্ন হবি?
আমি তোকে রাঙিয়ে দিবো,
স্বপ্ন নাকি বোবা হয়
সেই স্বপ্নে ভাষা দিবো।
তুই আমার গদ্য হবি?
আমি তাতে প্রান দিবো,
একটা ঘরে দুইটা মনের
মিষ্টি প্রেমের গল্প লিখবো।
তুই আমার পদ্য হবি?
সুর মিলিয়ে ছন্দ দিবো,
তোর ছন্দ ছাড়া জীবনটাকে
সুরে ছন্দে সাজিয়ে দিবো।
তুই আমার দৃষ্টি হবি?
আমি তোর আলো হবো,
প্রদীপ হাতে আঁধার রাতে
আলো হয়ে পথ দেখাবো।
তুই আমার বৃষ্টি হবি?
আমি তোর কান্না হবো,
তোর কষ্টগুলো চেয়ে নিয়ে
অশ্রু দিয়ে ধুয়ে দিবো।
ভালোবাসি বললেই তুই
ভালোবেসেই প্রানটা দিবো!