সব বলে দেবো…
আজ রাতে,
তারাদের সব বলে দেবো
নির্ঘুম রাতের কথা
নিস্তব্ধতার কথা
দীর্ঘ্য শ্বাসের কথা
রাত জাগা পাখিদের কথা
মাঝ রাতে শোনা গানের কথা
রুদ্রের অসমাপ্ত কবিতার কথা
তারাদের আজ সব বলে দেবো।
আজ রাতে, তারাদের বলবো
নগর ছেঁয়ে যাওয়া কুয়াসায় কথা
নীল আকাশে ভেসে বেড়ানো
টুকরো সাদা মেঘের কথা
ধানক্ষেতে ঢেউ খেলানো বাতাসের কথা
ভরদুপুরে উড়ে চলা লাল ফড়িংয়ের কথা
ঈষাণ কোনে জমা কালো মেঘের কথা
ডালপাতা উড়ানো কাল বৈশাখীর কথা
হৃদয় জুড়ে নামা অঝোর ধারার কথা
তারাদের আজ সব বলে দেবো।
আজ রাতে, তারাদের বলবো
শুকিয়ে যাওয়া পাপড়ির কথা
অযত্নে পড়ে থাকা ফুলদানিটার কথা
থমকে যাওয়া সময়ের কথা
সাদা পাতায় আঁকা আঁকিবুকির কথা
ইটের নিচে চাপা পড়া সাদা ঘাসের কথা
বুকের মাঝে জমে থাকা বরফের কথা
আজ রাতে,
তারাদের সব বলে দেবো…..
(অসমাপ্ত)
গোধুলি লগ্ন
১৮ বৈশাখ ১৪৩০
রাজশাহী
পুনশ্চ: অনিবার্য কারনে পুরো কবিতা পোষ্ট করা গেলোনা। প্রায় ৬০ ছত্রের কবিতাটি কেউ আবৃত্তি করতে চাইলে যোগাযোগ করতে পারেন।
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।