আমরা বাসায় আমাদের কাজের সাহায্যের জন্য গৃহপরিচারিকা নিয়োগ দিই। এই গৃহপরিচারিকা অনেক সময় হারিয়ে যায়। তখন আমরা অনেকে থানায় GD করি, অনেকে অবহেলা করে করিনা। যারা অবহেলা করে GD করিনা তারাই বিপদে পরি। GD তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন। এতে গৃহকর্তা কিংবা গৃহকত্রী বেঁচে যাবেন। অন্যথায় ফেঁসে যাবেন। আপনি GD না করলে গৃহপরিচারিকা মেয়ের বাবা,মা অথবা গার্ডিয়ান নিজ বুদ্ধিতে অথবা ৩য় পক্ষের উদ্দেশ্য হাসিলের বুদ্ধিতে আপনাকে বলবে তার মেয়েকে আপনি হত্যা করে গুম করে ফেলেছেন এবং আপনি কিংবা আপনাদের বিরুদ্ধে The Penal Code এর ৩০২ এবং ২০১ ধারায় মামলা করতে পারে। আর যদি মেয়েটা প্রেমের ফাঁদে পড়ে কোন খারাপ ছেলের খপ্পরে পড়ে আপনার বাসায় থেকে ভাগিয়ে ঐ ছেলের কাছে যায়, আর ঐ ছেলেটি নিজে অথবা বন্ধু বান্ধব সহ মেয়েটিকে ভোগের পর মেরে ফেলে সে ক্ষেত্রেও আপনি ফেঁসে যাবেন। সেক্ষেত্রেও আপনি কিংবা আপনারা ধর্ষণে হত্যা কিংবা ধর্ষণে হত্যার সহায়তার আসামি হতে পারেন। এতেও মেয়ের বাবা মা নিজ বুদ্ধিতে অথবা ৩য় পক্ষের প্ররোচনায় আপনি কিংবা আপনাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২), ৯(৩) কিংবা ৩০ ধারায় মামলা করতে পারে। পুলিশ তদন্ত করে পরবর্তীতে সত্যটা উদঘাটন করবে ঠিকই এত দিনে আপনি কিংবা আপনাদের নিজের শরীরের, জীবনের এবং পরিবারের অপূরনীয় ক্ষতি হয়ে যাবে। যার ফলে বাকি জীবনে কোমর সোজা করে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। এই একটি GD এর অভাবে তথা এই একটি ভুলের কারনে আমাদের দেশে বহু পরিবার সর্বশান্ত হয়ে গেছে। তাই গৃহপরিচারিকাকে নিজের ছেলে মেয়ের মত ভালোবাসবেন, যত্ন করবেন এবং জীবন সম্পর্কে বুঝাবেন। আর যদি কোনভাবে হারিয়ে যায়, হারানোর সাথে সাথে থানায় অবশ্যই GD করবেন, কোন ঝুঁকি মাথার উপর রাখবেন না। ৩য় পক্ষকে গেম খেলতে দিবেননা।
লেখক: মামুন রশীদ
এমএ, এলএলবি।
পুলিশ ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ।