মোঃ মোকাদ্দেস আলী জাহিদঃ
বুধবার (৩১শে মে) বিকেল ৫ ঘটিকায় গাজীপুর সিটিকর্পোরেশন এর কাশিমপুর থানাধীন ১নং ওয়ার্ড। মাধবপুর উত্তরপাড়া দক্ষিন বাগবের,আইরিস নিটিং সংলগ্ন এলাকায় এই মানব বন্ধন এর আয়োজন করা হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাধবপুর উত্তরপাড়া নিবাসী শিশু কিশোর নারী পুরুষ সহ এলাকার বয়জোষ্ট মুরুব্বিরা।
মানববন্ধনে বক্তারা বলেন,দীর্ঘদিন যাবত আমরা এই এলাকায় শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছিলাম হঠাৎ স্বার্থলোভী কিছু অসাধু ব্যক্তি বালু ফেলে সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এই জলাব্ধতা থেকে মুক্তি চাই এবং যথাযথ কতৃপক্ষের নিকট এই জলাবধ্বতা সৃষ্টিকারিদের দৃষ্টান্ত মূলুক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
ভোক্তভোগী
মোঃ হুসেন আলী বলেন, এখানে সরকারীভাবে কালভার্ট ছিল। কিছুদিন আগে কিছু অসাধু ব্যক্তিরা বালু ফেলে পানি নিষ্কাসন যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। আমরা আপনাদের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসন এর সহযোগিতা ও এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাই। ভোক্তভোগী নাদু মিয়া বলেন,এখানে ৫০ টা পরিবার পানিবন্দি অনেক যায়গায় গিয়ে আমরা কেন প্রতিকার পায়নি। সাদিয়া আক্তার বলেন,আমাদের পাক করার চুলা ঘরের ভিতর পানি দুর্গন্ধ তে থাকতে পারিনা ঘরে। অতি দ্রুত আমরা জলাবদ্বতা থেকে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন সহ সকলের সহযোগিতা এবং মুক্তি চাই।