হাফিজুর রহমান শিমুলঃ “প্লাষ্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার (৫ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়াল্ড ভিষনের এলডি আর আর প্রকল্পের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ হোসনেয়ারা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন,কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউপ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময়ে ওয়াল্ড ভিষনের কর্মী, কর্মকর্তা ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।