মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অসত্য মানহানিকর তথ্য উপস্থাপন করে কানাডা ভিত্তিক ইউটিউব চ্যানেল “নাগরিক টিভি” সম্প্রতি যে ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে সেটি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এই প্রতিবেদনের প্রতিবেদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যদি এই ভিডিও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার, লাইক, রিপোস্ট বা অন্য কোন মাধ্যমে প্রচার করেন ও রেফারেন্স হিসেবেও ব্যবহার করেন তারাও এই আইনানুগ ব্যবস্থার আওতায় আসবেন, তাই সকলকে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য এই চ্যানেলটি দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত, দেশের সেনাবাহিনী, প্রশাসন, রাজনীতিক, সুশীল সমাজ, প্রথিতযশা সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও কন্টেন্ট প্রচার করেছে যা নিশ্চিতই ষড়যন্ত্রমূলক। আমরা এধরনের অপ-প্রচারের তীব্র নিন্দা জানাই এবং প্রচলিত আইনের মাধ্যমে এদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।
ইতোমধ্যে মামলা রুজু হয়েছে, খুব শ্রীঘ্রই আসামীদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।। এছাড়াও কানাডার সরকারের সাথেও যোগাযোগ করা হয়েছে, কানাডায় অবস্থানকারী নাগরিক টিভির সাথে সংশ্লিষ্ট ও দেশে অবস্থাকারী মদদ দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।