হাফিজুর রহমান শিমুল: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের স্বপ্ন প্রকল্পের দ্বিতীয় চক্রের ৩৬ জন কর্মীর মাঠ পর্যায়ের কাজ আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত হয়েছে। শনিবার (১১ মমে) বেলা ১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১৮ মাসের কাজ সমাপ্ত হয়। কাজটি শুরু হয়েছিলো ২০১৭ সালের ১২ নভেম্বর। কাজ সমাপ্ত অনুষ্ঠানে স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন কর্মী বিলকিস খাতুনের সঞ্চালনায় এবং মৌতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সামসুল আলম শামিম, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, হাফিজ উদ্দিন বাবু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল
হক সাজু, মৌতলা বাজার ব্যবস্থা কমিটির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আলামিন হোসেন, তাহমিনা সুলতানা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি, সুধি ও সাংবাদিকবৃন্দ। এ কাজের মাধ্যমে এলাকার বিধবা, স্বামী পরিতাক্ত, দরিদ্র ও অসহায় মহিলারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।