নকলা, প্রতিনিধিঃ মাহদি হাসান।।
শেরপুর নকলা পৌরসভার ফেরুসা মহল্লায় ৮ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। তার নাম মো:পিন্টু মিয়া।
শনিবার (২২জুলাই ২০২৩) বিকাল পৌনে ৫ ঘটিকায় নকলা থানার ফেরুসা গ্রামে মাদক ব্যবসায়ি পিন্টু মিয়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ (২৩ জুলাই) এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শেরপুর নকলা থানার ফেরুসা মহল্লার মাদক ব্যবসায়ি পিন্টু মিয়ার বাড়িতে বিক্রয়ের জন্য অবস্থান করছে,গোপনসূত্রে সংবাদ পেয়ে শনিবার বিকাল পৌঁনে ৫টার দিকে অভিযান চালিয়ে পিন্টুকে ৮কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
অপরদিকে ২৩ জুলাই দিবাগত রাত্রী ১.৪০ মিনিটের সময় ধৃত আসামির সহযোগী মাদক সম্রাজ্ঞী আফরুজা বেগম কবিতা(৩০)কে ধরার জন্য আসামি পিন্টু কে সাথে নিয়ে আফরোজা বেগম কবিতার বর্তমান ঠিকানা জালালপুর ম্যানেজার মার্কেট যায়,মার্কেটের সামনে সিএনজি থেকে নামলে আসামী পিন্টু হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়,
অভিযানকারী অফিসার পুলক চন্দ্র রায় সহ সঙ্গীয় ফোর্স তাকে ঝাপ্টিয়ে ধরলে ধস্তাধস্তির এক পর্যায়ে রাস্তা থেকে নিচে পড়ে গিয়ে আসামি পিন্টু ও এসআই পুলক চন্দ্র রায় ও দুই পুলিশ সদস্য আহত হয়।
পরবর্তীতে পথচারীদের সহযোগিতায় পুলিশ সদস্য সহ নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে।ধৃত আসামি পিন্টুর ব্যাথা বেশি থাকায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আসামি পিন্টু শেরপুর সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে।
নকলা থানায় এ সংক্রান্ত নিয়মিত মাদক মামলা হয়েছে।
মামলা নং ১৮।