ব্যস্ত সবাই গবেষণা কাজে,
“পুরুষ আটকায় কিসে?”
সবাই খুঁজেছো, আমি যে খুঁজিনি
তবে কেউ কী আমারে আটকে রাখেনি।
শান্তিডাঙ্গায় বসতি গড়েছি
ধু ধু বালুচরের ঠিক ওপাশে
চরের গহীনে যেখানে বরষা নেই
বসন্ত নেই, নেই শরতের উচ্ছাস
কালেভদ্রে ঋতুশেষে সেখায়
ফোঁটে কিছু শ্বেতশুভ্র কাশ।
রং নেই বিত্ত নেই,
নয়কো মোটেও কোনও দানীয় ফুল
সে যে এক খুব সাধারন কাশফুল।
কাশফুল?
সেতো বিকোয় না বাজারে
গাঁথা হয়নাতো মালা,
নয়তো মোটেও সুগন্ধি,
তবুও কেন তারই সাথে
তুমি করলে এমন সন্ধি?
তবে শুনে রাখ, টগবগে ছুটন্ত ঘোড়া
কখনো মানে না কোনও বাধা
থামাতে কোনও চাবুকে
সেই তো শুধু থামায়
যদি সে বাঁধতে পারে কোনও মায়ায়
হয়তো কোনও সুনিবিড় ছায়ায়
যদি মেলে একটু শান্তি সেথায়।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।