সুগন্ধি আর বাহারী ফুল সাঁটা,
একটা গিফট বক্স পেয়েছিলাম,
ঝলমলে কাগজ মোড়ানো
খুব সুন্দর সে এক প্যাটরা।
যত্নে রেখেছিলাম, বহুদিন লুকিয়ে,
ঘটাকরে একসাথে খুলবো বলে,
তার অনেকদিন পর একাকী
একদিন প্যাটরা খুলে পেলাম
ওর পরতে পরতে সাঁজানো
একরাশ অন্ধকার।
অন্ধকার!
সুখের মোড়কে যে দেয়া যায় উপহার
একরাশ অন্ধকার
লোনাজল পেরিয়ে জানা হলো তাই
খুব যত্ন করে বুঝিয়ে দিলে তাই
অবশ্য, একটু বেশীই
সময় লেগেছিল এই যা…
তারপর থেকে
অন্ধকার হয়েছে ভীষণ প্রিয়
কিছুটা তুলে রেখেছি তোমার জন্যও
সঙ্গে জমানো অশ্রকণারাও
আর সবের মতো হয়তো কোনদিন
এটাও করবো শেয়ার।
ভালো লাগবেই না কেন? বলো
খুব প্রিয়জনের দেয়া উপহার বলে কথা!
কিছু অশ্রু, কিছু ভালোলাগা, কিছু সুখস্মৃতি
আর একরাশ স্বপ্ন মেশানো অন্ধকার।
অনেক পাওয়ার মাঝে শুধু
এই একটাই নির্ভেজাল
নেই যাতে একটুও আলোকণা,
তারপর থেকে ভালো লাগে অন্ধকার
ভীষণ ভালো লাগে,,,, ভীষণ
ভালোবাসতে শিখেছি নিকোষ কালো অন্ধকার
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।