মোহাম্মদ রবিউল ইসলাম, ঝিনাইদহ।।
ঝিনাইদহের শৈলকুপাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উপজেলার শেখপাড়া ও আশেপাশের এলাকাজুড়ে রাতের আধারে মোটরসাইকেল, ভ্যান ও দোকানপাটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেই চলছে। তিন মাসের ব্যবধানে ৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও চোর চক্রকে এখনও শনাক্ত করতে সক্ষম হয়নি পুলিশ। এলাকাজুড়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ব্যক্তিদের আধিপত্য ও অবাধ চলাচল রয়েছে এরাই এসব ঘটনার সাথে জড়িত বলে দাবি এলাকাবাসীদের।
সর্বশেষ শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বারান্দায় গ্রিলের তালা ভেঙে শয়নকক্ষের দরজার বাহিরে লক করে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোহেল রানা। তিনি শেখপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে।
লিখিত অভিযোগের সূত্র ধরে জানা যায়, শুক্রবার রাত্র ৪ ঘটিকার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে উঠে গিয়ে দেখে তার শয়নকক্ষের বাহিরে লক করা। এসময় ডাকচিৎকারে তার বাবা মা বাহিরে আসতে গেলে দেখতে পাই তাদেরও দরজা বাহির হতে লক করা। এসময় তাদের ডাকচিৎকারে তার চাচা, চাচী ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে শয়নকক্ষের লক খুলে দেয়। সেসময় সে দেখতে পায় তার বারান্দায় গ্রিলের তালা ভাঙা এবং তার ডায়নিং রুমে থাকা তার ব্যবহৃত কালো ও লাল রংয়ের পালসার মোটরসাইকেল নেই। যার ইঞ্জিন নং-DHXCNB34525 এবং চেচিস নং-PSUAHCY2NTD79868।
এ বিষয়ে ভুক্তভোগী সোহেল রানা বলেন, আমি এ বিষয়ে শৈলকুপা থানার একটি অভিযোগ দিয়েছি।আমাদের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। থানা থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে। আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেনি।