মোঃ ছাবির উদ্দিন রাজু।।
কিশোরগঞ্জে ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্টেট মো. ইকবাল হোসেনের অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন।
পরে তিনি মিডিয়া কে এ বিষয়ে বলেন, একটি চক্র আমার ব্যবহৃত অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন করে আমার সহকর্মীদের কাছ থেকে টাকা চেয়েছে। তারা যেহেতু আমার অফিসের কলিগ, সেহেতু তারা মোবাইলে টাকা চাওয়ার বিষয়টি বিশ্বাস করেনি। তারা সরাসরি আমাকে বিষয়টি অবগত করেন।
তিনি নম্বরটি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, কোনো প্রতারক চক্র এসিল্যান্ডের অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন করে কাজটি করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।